ভীষ্মদেবের ৯টি উপদেশ




👉সকলের জন্যে ভীষ্মদেবের ৯টি উপদেশ🙏
১। ক্রোধ না করা
২। মিথ্যা কথা না বলা
৩। সম্পদ সমভাবে বন্টন করা
৪। ক্ষমা করা
৫। কেবল বিবাহিত পত্নীর দ্বারাই সন্তান উৎপাদন করা
৬। দেহে ও মনে শুদ্ধ হওয়া
৭। কারো প্রতি শত্রুভাবাপন্ন না হওয়া
৮। সরল হওয়া
৯। আশ্রিত অথবা অধীনস্তদের পালন করা ।

👉তাছাড়া ভীষ্মদেব আরো কিছু উপদেশ দিয়েছেন🙏

১। ক্রোধ থেকে মুক্ত হবার জন্য ক্ষমা করতে শিখতে হবে ।
২। অবৈধ বাসনাসমূহ থেকে মুক্ত হবার জন্য ভবিষৎ পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করতে হবে ।
৩। আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা ঘুমকে জয় করা যায়
৪। সহনশীলতার দ্বারা কেউ বাসনাসমূহ এবং বিদ্বেষকে জয় করা যায় ।
৫। নিয়ন্ত্রিত আহারের দ্বারা কেউ বিভিন্ন রোগের উপদ্রব পরিহার করতে পারবে ।
৬। আত্ম-সংযমের দ্বারা মিথ্যা আশা থেকে মুক্ত হওয়া যায় ।
৭। অপ্রত্যাশিত সঙ্গ পরিহার করে অর্থ বাচানো যায় ।
৮। যোগ অনুশীলনের দ্বারা ক্ষুদা ও তৃষ্ণা জয় করা যায় ।
৯। জগতের অনিত্যতার সম্বন্ধে জ্ঞান আহরণের ফলে বিষয়-তৃষ্ণা নিবারন করা যায় ।
১০। ভোরে শয্যা ত্যাগ করার দ্বারা বিহ্বলতা জয় করা যায় ।
১১। তথ্য নির্ধারনের মাধ্যমে মিথ্যা তর্ক জয় করা যায় ।
১২। গাম্ভীর্য এবং মৌনতার দ্বারা বাচালতা পরিহার করা যায় ।
১৩। শৌর্যের দ্বারা ভয় পরিহার করা যায় ।
১৪। আত্ম অনুশীলনের ফলে যথার্থ জ্ঞান অর্জন করা যায় ।

শ্রীমদ্ভাগবত ১/৯/২৭ এর তাৎপর্য🙏

0 Comments