💞গৃহস্থ আশ্রম সম্পর্কিত শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের অমৃতময় বানী 🙏❤️
🌹বিয়ের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানকে সাক্ষী রেখে, সর্বময় অধিকর্তা পরমেশ্বর ভগবানের আশীর্বাদের মাধ্যমে পতি ও পত্নী সমন্বিতভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
জুন ১৩, ১৯৮৭, আটলান্টা, আমেরিকা
🌹গৃহস্থদের যেকোন প্রকারে ভক্তিবৃক্ষ, নামহট্টের মাধ্যমে এই গ্রন্থ প্রচারে নিযুক্ত করাতে হবে। তাহলে তাদের ছোট খাট ভুলগুলি সংশোধন হয়ে যাবে। কিন্তু যদি তারা প্রচার না করে তাহলে তাদের অগ্রগতি হবে না।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
ফেব্রুয়ারি ১৯, ২০১৫, শ্রীধাম মায়াপুর
🌹মাতা দেবহুতি ও কর্দম মুনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করলেও তাঁরা পরম লক্ষ্যের কথা ভুলে যান নি। সকলের উচিত তাঁদের অনুসরণ করা।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
জানুয়ারী ২৭, ১৯৮৫, হনলুলু, হাওয়াই, ইউ.এস.এ
🌹গৃহস্থ আশ্রমের মধ্যে থেকেও একজন ব্যক্তি শুদ্ধ কৃষ্ণপ্রেম অর্জন করতে পারে।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
অক্টোবর ৩০, ২০১৫, কানাইয়াদেশ
🌹আমাদের কিছু সংখ্যক গৃহস্থ ভক্ত কর্ম করে অর্থ উপার্জন করে কৃষ্ণভাবনার আন্দোলনে সহযোগিতা করতে চায়, এটিও ভক্তিমূলক সেবা। তাদের কর্মটিও পূজা কারণ তারা তাদের কর্মটিকে অর্থে রূপান্তর করেন এবং অর্থের দ্বারা শ্রীভগবানের পূজা করেন। গৃহস্থদের বাড়িতে ভগবানের শ্রীবিগ্রহ রয়েছেন, তারা কিছু ভক্তিবৃক্ষ, নামহট্ট করতে পারেন, তাই এরকম অনেক কার্য রয়েছে বিশেষত যদি স্বামী স্ত্রী উভয়েই ভক্ত হন, এতে বিভিন্ন পারমার্থিক কার্যাবলী সম্পাদন করা খুব সহজ হয়ে যায়।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
সান্ধ্য প্রবচন, জানুয়ারি ৩১, ২০১১, কোয়েম্বাটুর, ভারত
🌹প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ খুবই সন্তুষ্ট হবেন যদি তুমি তাঁর প্রতি তোমার প্রতিজ্ঞাগুলো অনুসরণ কর। আমরা আশা করি যে মানুষ সেগুলো খুব গুরুত্বের সাথে গ্রহণ করবে, যখন তারা বিবাহের শপথ করে, “এটা হল তাই যা আমি শ্রীকৃষ্ণের জন্য করছি।”পদ্ম-পুরাণে একটা লীলা কাহিনী ছিল যেখানে কেউ তাদের বিবাহের প্রতিজ্ঞাগুলি পালন করেছিল এবং কৃষ্ণ এসেছিলেন এবং তাদের ভগবদ্ধামে নিয়ে গিয়েছিলেন কেননা তারা কৃষ্ণের জন্য পালন করেছিল।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
আগস্ট ০৭, ২০০৮, সাইবেরিয়া
🌹প্রতিদিন কিছু ভক্তি করা অবশ্যই প্রয়োজন আছে এবং স্ত্রী-পুরুষ সবাই কৃষ্ণনাম, কৃষ্ণভজন, কৃষ্ণপ্রচার, নামহট্ট প্রচার করা অবশ্যই প্রয়োজন আছে। এমনকি কৃষ্ণ এত ঋণী, তিনি বলেন যে, “আমার কোন কর্তব্য নেই। আমি তার কাছে যে ঋণ আছে তা শোধ করতে পারব না।”
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
আগস্ট ০৯, ২০১৪, শ্রীধাম মায়াপুর, ভারত
🌹মানুষ গার্হস্থ্য জীবন যাপন করা সত্ত্বেও সিদ্ধিলাভ করে শ্রীকৃষ্ণের কাছে ভগবদ্ধামে প্রত্যাবর্তন করতে পারে ?
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ 🙏❤️
শ্রীকৃষ্ণভাবনার মাধুর্য্য
🌹গৃহস্থ জীবন মানে হচ্ছে ইন্দ্রিয়ের তাড়না নিয়ন্ত্রণ করে আরো বেশি বেশি কৃষ্ণভাবনাময় হওয়া।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
বৈষ্ণব বাণী
🌹প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়েছেন যে, পত্নী ব্যতীত সকল নারীকে আমাদের মাতৃজ্ঞানে দেখা উচিত।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ 🙏❤️
২ জুন ২০১৭, নব পানিহাটি ধাম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
🌹গর্ভধান সংস্কারের দিন ভোরের মঙ্গল আরতি দর্শন করে শ্রীশ্রীরাধাকৃষ্ণের কাছে সৎ সন্তান প্রার্থনা করতে হবে। কমপক্ষে পঞ্চাশ মালা হরিনাম জপ করতে হবে।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
নিত্য আনন্দের পথনির্দেশ
🌹আমাদের গৃহস্থ ভক্তদের বোঝা উচিত যে, সন্তান প্রতিপালন করা মায়া নয়, এটি কৃষ্ণের প্রতি আমাদের সেবা।
-শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ🙏❤️
২ জুন ২০১৭, নব পানিহাটি ধাম, আটলান্টা, যুক্তরাষ্ট্র
হরিবোল 🙌
জয় শ্রীল প্রভুপাদ কি জয় 🙌
জয় শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ কি জয় 🙌
0 Comments