মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র, ভাবার্থ, প্রনাম মন্ত্র ও স্তব




#মা_সরস্বতীর_পুষ্পাঞ্জলি_মন্ত্র :

ওঁ জয় জয় দেবী চরাচর সারে।
কুচযুগশোভিত মুক্তাহারে।।
বীণারঞ্জিত পুস্তক হস্তে।
ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।

#ভাবার্থ :
সর্ব্ব্যাপি পরমাত্মারূপী দেবীর জয়,যাহার অঙ্গুলীর অগ্রাংশ দীপ্তিময় মুক্তোমালা দ্বারা শোভিত। যিনি বীণা দ্বারা রঞ্জিত, হস্তে পুস্তক(বেদ) ধারণকারী,সেই পরমাত্মারূপী বাণী দেবীকে করজোড়ে প্রণাম।

তিনি শুক্লবর্ণা, শুভ্র হংসবাহনা, ‘বীণা-রঞ্জিত পুস্তক হস্তে’ অর্থাৎ এক হাতে বীণা ও অন্য হাতে বই। সরস্বতী হচ্ছেন জ্ঞানদায়িনী অর্থাৎ বিদ্যার দেবী। দেবী শুক্ল বর্ণা, শুক্ল বর্ণ মানে সাদা রং। যা পবিত্রতার নিদর্শন।
#প্রণাম_মন্ত্র :
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।

#সরস্বতীর_স্তব : শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারব‌িভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূজিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।

"যে জাতি তার সংস্কৃতি ও ঐতিহ্যকে সম্মান করে না, সে জাতি মেরুদণ্ডহীন"|

0 Comments