কেন বাল্যকাল থেকে ভগবানের ভক্তি করা উচিত




#হরে_কৃষ্ণ 🚩
★কম বয়সে থেকে ভগবানের ভক্তি করা উচিৎ কেন❓
#কারনঃ-
১) শৈশবের ভক্তি: ঘিয়ের প্রদীপের মতো!

২) যৌবনের ভক্তি হলো: "তৈলের প্রদীপের মতো"!

৩) বৃদ্ধ বয়সে ভক্তি হলো: "জলের প্রদীপের মতো"!

কেউ যদি ভাবে এখন কি ভক্তি করার সময় বয়স হলে তখন ভক্তি করব!
 
কতদিন বাঁচব কেউ বলতে পারি????

(কারন আমরা, "ভগবানের ঘরের 'ভাড়াটে"!!!
এই ঘর মালিকের কোনো চুক্তি পত্র(Notice Period) থাকে না!
মাঝ রাতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারে!)

তাই আর সময় নেই!
 "স্মরণ নিতে হবে তাঁর!"
(অর্থাৎ, যে সবচেয়ে আপন/ প্রিয়।)
শৈশবের ভক্তি হল:
" ঘিয়ের প্রদীপের মতো"। 

যেমন : ভক্তধ্রুব' , 'ছয় বছরে' গেলে 'ছয় মাসের তপস্যাতে', "ভগবানের দর্শন পেলেন"।...

★"জন্মথেকে" ভজন করছেন কে? ...
"ভক্তপ্রহ্লাদ"!
" কয়াধু মাতারগর্ভে" , নারদ মুনির আশ্রমে,
"হরি নাম করছেন"।

★যৌবনে ভজন করছেন কে? 
"রাজা অম্বরীশ" তীব্র ভক্তি। তাঁর ভক্তিতে,
" নারায়ণের সুদর্শন তাঁর সঙ্গে থাকে"। 

যৌবনের যে ভক্তি, তা হলো:
" তৈলেরপ্রদীপের মতো। 

★বৃদ্ধহয়ে, ভজন করেছেন "অজামিল"। 
মৃত্যু হবে সেসময় হরিনাম স্মরণে, বিষ্ণুদুতকে আসতে দেখে বিবেক আসল তাঁর। তখন করলেন ভজন ।
পেলেন ভগবান কৃপা! 
তবে বৃদ্ধ বয়সে ভজন হয় না। যদি হয় তবে তাহা,
" পূর্ব জন্মের বহুসুকৃতি"আর "ভগবত কৃপাতে"। 

কারণ, বৃদ্ধ বয়সে ভজন মন যে আসে না। বার্ধক্যের কারণে অঙ্গ জরজড়িত,  চোখে দেখা যায় না গ্রন্থ সঙ্গ হয়, মন শুধু বিশ্রাম খোঁজে। মন শুধু আরাম চাই। 
কারণ, সে সময় অপেক্ষা করে যারা যৌবনে ভজন করছেন না তাদের ভাবতে হবে।। 

"বৃদ্ধ অবস্থা হলো":"জলের প্রদীপ"। 
"জলে কি প্রদীপ জলে"? 
"তবে হয় ভজন বৃদ্ধ বয়সে। যদি ভগবত কৃপা হয়"। "ভগবতকৃপা যে সুদুর্লভ" । 

যারা যৌবনে ভজন করছে তাদের দেখে অনেকে আছে বলে -
"এখন কি ভগবানকে ডাকার সময়"! "এখন তো আনন্দ ফুর্তি করবে"! 

তারা ভুলে যায় বৃদ্ধ বয়সে ভগবানকে ডাকলে যে পুজাটা হলো- "শুকানো ফুলের পুজা"। শুকানো ফুলে কি পুজা হয়?

ভগবানের সঙ্গে যুক্ত মন অধঃগতিতে কখনো যাবে না এটা মনে করে যে কোন বয়সে মনকে ভগবানের সঙ্গে যুক্ত করতে হবে।

তবে ছোটবেলা থেকে যদি ভগবানের গুন মহিমা কীর্তন করার অভ্যাস করা যায় তাহলে বৃদ্ধ বয়সে  আপনাআপনি ভগবানের নাম স্মরণে আসবে ।
তখন আর ভগবানের কৃপা লাভ করতে অসুবিধা হবে না ।

এখন আপনি স্বয়ং বিচার করুন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

0 Comments