#অর্থ এবং সময়ের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যঃ
আপনি সর্বদা জানেন আপনার কত টাকা আছে,
কিন্তু আপনি কখনই জানেন না যে আপনার কাছে কত সময় আছে।
তাই সময় থাকতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন,
কারণ মৃত্যুর সময় এই হরিনাম এই আপনার একমাত্র সঙ্গী হবে আর কিছু না টাকা পয়সা বাড়ি গাড়ি অহংকার কিছুই না। তাই আপনার সাধন-ভজন হোক সম্পূর্ণ অহংকার মুক্ত।
অহংকার যুক্ত হৃদয়ে ভগবান বিরাজ করতে পারেন না।
#বৈষ্ণব_অপরাধ আপনি যদি সারাদিন ধামে গুরু কৃষ্ণের সেবা করে এসে আবার বৈষ্ণবদের চরনে অপরাধ করেন তাহলে আপনার অধঃপতন নিশ্চিত আর সেই সেবার কোন মানেই নেই। তাই আমাদের সেবা করতে হবে সম্পূর্ণ অহংকার মুক্ত এবং বৈষ্ণব অপরাধ মুক্ত। তাহলেই আমাদের ভক্তি জীবনে অগ্রসর হতে পারবো আর গোলক বৃন্দাবন আমরা নির্বিঘ্নে যেতে পারবো।
0 Comments