শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়নের গুরুত্ব


শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ দামোদর মাসে শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করে বলেছেন - কার্তিক বা দামোদর মাসে সকল ভগবৎ কর্ম ১০০ গুণ বেশি ফল প্রদান করে এবং শ্রীধাম মায়াপুরে কৃত ভগবৎ কর্ম ১০০০ গুণ বেশি ফল প্রদান করে। ‍আর তা যদি এই দামোদর মাসে সংঘটিত হয় তাহলে তা ১ লক্ষ গুণ বেশি ফল প্রদান করে।
 

0 Comments