#প্রণাম_প্রসঙ্গ.....

#প্রণাম কত প্রকার?
#পুরুষ ও নারীর প্রণাম বিধি কি?
#বিগ্রহের সম্মুখে ফিরে কেন প্রণাম করা হয় না?
#কোন শাস্ত্রে প্রণাম বিধি দেওয়া আছে?

#শাস্ত্র অনুযায়ী প্রণাম করার বিধি দুই প্রকারঃ-(১)সাষ্টাঙ্গ প্রণাম,(২)পঞ্চাঙ্গ প্রণাম।*
#সাষ্টাঙ্গ প্রণামঃ-(১)দুই বাহু,(২)দুই চরণ,(৩)দুই জানু,(৪)বক্ষ,(৫)মস্তক,(৬)দৃষ্টি (৭)মন ও (৮)বচন।এই আটপ্রকার অঙ্গ দ্বারা দণ্ডবৎ (লাঠিকে দাঁড় করিয়ে ছেড়ে দিলে যেমনভাবে পড়ে যায়,অর্থাৎ পূর্ণ সমর্পন) প্রণতি নিবেদন করাকে "সাষ্টাঙ্গ প্রণাম "বলা হয়।বাহু,চরণ,জানু,বক্ষ,শির (মস্তক)মাটিতে স্পর্শ করে চক্ষু ঈষৎ উন্মীলিত করে সোজাভাবে প্রণাম নিবেদন কর্তব্য।🙇প্রণামের ভাবধারা এইরকম থাকে যে ভগবানের পাদপদ্মযুগলে মাথা রেখে,ডান হাতে ভগবানের ডান চরণ ও বাম হাতে ভগবানের বাম চরণ ধারণ করে প্রার্থনা করতে হবে "হে প্রভূ!মৃত্যুরূপ সাগর থেকে ভীত ও শরণাগত,আমাকে রক্ষা করুন।" 'প্রপন্নং পাহি মামীশ ভীতং মৃত্যুগ্রহার্ণবাৎ।'(ভাগবত ১১/২৭/৪৬) এই প্রণাম নিবেদন করা একমাত্র পুরুষদের বিধেয়।*
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
*💥পঞ্চাঙ্গ প্রণামঃ-🙏(১)দুই জানু,(২)দুই বাহু,(৩)মস্তক,(৪)মন ও (৫)বচন-এই পাঁচ অঙ্গ দ্বারা প্রণাম কে 'পঞ্চাঙ্গ প্রণাম' বলা হয়।*
  *💥পূর্বে সাষ্টাঙ্গ প্রণাম আলোচনায় যেভাবে ভগবানের চরণে মস্তক রেখে স্মরণ করে প্রণাম করার কথা বলা হয়েছে তেমনভাবে এই পঞ্চাঙ্গ প্রণাম মহিলাদের ক্ষেত্রে বিধেয়।*🙏
 *💥অত্যন্ত ভীড়,ঠেলাঠেলি কিংবা চলন্ত গাড়ির মধ্যে থেকে কোন মতে হাত জোড় 🙏করে মাথায় বৃদ্ধাঙ্গুলি স্পর্শ করে প্রণাম নিবেদন করলেও  মন্দিরে এসে অবশ্যই সাষ্টাঙ্গে বা পঞ্চাঙ্গে প্রণাম করাই কর্তব্য।*
  *💥দাঁড়িয়ে থেকে শ্রী বিগ্রহের উদ্দেশ্য একটি আঙুল কপালে ছুঁয়ে প্রণাম🙋 নিবেদনের আধুনিক রীতি কখনোই উপযুক্ত নয়।*
  *💥কোথায় প্রণাম করতে নেই?-ভগবদ্ বিগ্রহের সম্মুখে সামনাসামনি ফিরে,বিগ্রহের পিছনে,বিগ্রহে বামদিকে,খুব কাছে,গর্ভমন্দিরে প্রণতি নিবেদন করা উচিত নয়।*
*"অগ্রে পৃষ্ঠে বামভাগে সমীপে গর্ভমন্দিরে।*
*জপ হোম নমস্কারান্ন কুর্যাৎ কেশবালয়ে।।"*
-------------------------------
*💥জপ বা হোম করতে করতে প্রণাম করা উচিত নয়।ভগবানের শ্রীপাদপদ্মের দক্ষিণ পার্শ্বে,কিঞ্চিত দূরে প্রণাম করতে হয়।*
 *"মৎপাদয়োর্দক্ষিণপার্শ্বে কিঞ্চিদ্দূরে শিরঃকৃত্বা বন্দেত।(শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী)*
 *💥কেন বামদিকে প্রণাম করতে হয়? *ভগবানের সম্মুখে গরুড়দেবের অবস্থান।প্রণাম নিবেদন কালে ভগবানের সম্মুখ দিকে অবস্থিত গরুড়দেবকে প্রণামকারীর দক্ষিণদিকে রেখে বামদিকে প্রণাম করতে হয়।ভগবানের অতি কাছে প্রণাম করতে নেই।*
 *গরুড়ং ভগবদ্ অভিমুখে বর্তমানং দক্ষিণে*
 *কৃত্বেতি ভগবত পুরোভাগে পৃষ্ঠদেশে*
  *বামেহত্যন্তনিকটে চ প্রণাম নিষেধাৎ।।*
                *(আগম শাস্ত্র)*
 *💥কমপক্ষে তিনবার প্রণাম কর্তব্য।বেশি প্রণাম নিবেদন যার যেমন ভাব অনুযায়ী করতে পারেন,এতে কোন দোষ নেই।*
 *💥এই সমস্ত প্রণামবিধি গৌরপার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী রচিত "শ্রীশ্রীহরিভক্তিবিলাস"গ্রন্থে অষ্টম বিলাসে ১৬১-১৬৩ শ্লোকে উল্লেখ রয়েছে।*
------------------------------------------------------------------------------
পোস্টটি ভাল লাগে অবশ্যই সকলকে শেয়ার করবেন।
প্রনিপাত

সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন, তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনও অসুবিধা অনুভব করতে হবে না।

জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে।
শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি রয়েছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ....

ঐকান্তিক ভালবাসা এবং নিষ্ঠার সাথে এই নামগুলি জপ করুন তবেই আপনি চিণ্ময় আনন্দ অনুভব করবেন:

হরে কৃষ্ণ  হরে কৃষ্ণ  কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম  হরে রাম  রাম রাম  হরে হরে ...(১০৮ বার)

হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন এবং সুখী হন ...

জয় শ্রীল প্রভুপাদ🙌🙌🙌
জয় শ্রীল গুরুদেব🙌🙌🙌

0 Comments