ফুল থেকে শিক্ষা




♥ফুল থেকে শিক্ষা ♥
শুধুমাত্র এক রঙের ফুল দিয়ে কখনো সুন্দর একটি মালা তৈরি করা সম্ভব নয়।গাঁদা ফুল যদি বলে গোলাপে কাটা আছে তাই মালায় গাঁথা যাবে না।অথবা চামেলি বলে জুঁই থাকলে আমি থাকবোনা তাহলে একটি মালা কখনোই সুন্দর হবেনা।একটি মালা সুন্দর করে তৈরি করতে হলে সকল ফুলকে গুরুত্ব দিতে হবে।হতে পারে কোন ফুলের সুবাস নেই অথবা কোন ফুল ছোট বা বড়।কিন্তু তাতে কিছু যায় আসে না বরং নিন্মমানের ফুলগুলি সৌন্দর্যের অধিকারী হয়ে উঠে।
তেমনি ভক্তিজীবনে চলতে গিয়ে আমরা নানান রকমের,নানান মনোভােবের ভক্তদের সাথে পরিচিত হই।কিন্তু অনেক সময় আমরা মন্তব্য করি এই ভক্ত এইরকম, উনি ঐ রকম, উনাদের সাথে থাকা যাবে না, উনার এই সমস্যা, তাহলে আমাদের কৃষ্ণভাবনাময় জীবন কখনোই সুন্দর হবে না।হতে পারে তিনি সেবায় তেমন ভালো নয়, কিন্তু ভাল গাইতে পারে।
অথবা ভাল গাইতে পারে না ভাল রান্না পারে,
ভাল নাচতে পারে,বা সাজতে পারে।কৃষ্ণভাবনায় সকলেরই প্রয়োজন রয়েছে। কাউকে অবহেলা করে বাদ দেয়া যাবেনা।যে যেইভাবে দক্ষ তাকে সেইভাবে যুক্ত করা উচিত।তাহলেই কৃষ্ণভাবনাময় জীবন সুন্দর হবে।

0 Comments