বৈষ্ণব সংস্কৃতিতে চুল ও দাড়ি




লম্বা চুল ও দাড়ি কোন ভাবেই বৈষ্ণব সংস্কৃতির অঙ্গ নয়। ছোট কেশ ও মার্জিত বেশভূষা এবং কমনীয় ব্যবহারে প্রকাশ পায় যে, একজন লোক কোন স্তরের সঙ্গ করেন। মহাপ্রভুর প্রাকট্য কালীন রূপ-সনাতন কৃপা লীলায় লম্বা চুল ও দাড়ি থাকার ফলে সনাতন গােস্বামীকে মুসলমান দরবেশের মতাে দেখাচ্ছিল । সনাতন গােস্বামীর সেই রূপ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভাল লাগেনি , তাই তিনি চন্দ্রশেখরকে বলেছিলেন তাঁকে মুণ্ডন করিয়ে ভদ্র করতে । কেউ যদি কৃষ্ণভাবনামৃত আন্দোলনে আমাদের সঙ্গে থাকতে চায় , তাহলে তাকেও চুল - দাড়ি কামিয়ে এইভাবে ভদ্র হতে হবে । শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীরা লম্বা চুল রাখা পছন্দ করেন না ।

(চৈতন্যচরিতামৃত -মধ্য-২/২০-ভক্তিবেদান্ত তাৎপর্য)

0 Comments