👉শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম
অহম্ সর্বস্য প্রভবঃ মও সর্বম্ প্রবর্ততে।
ইতি মত্বা ভজন্তে মাম্ বুধাঃ ভাবসমন্বিতাঃ।।
শ্রীমদ্ভগবদগীতা ১০/৮
অনুবাদঃ আমি জড় এবং চেতন জগতের সব কিছুর উৎস। সবকিছুই আমার থেকে প্রবর্তিত হয়। সেই তত্ত্ব অবগত হয়ে যাঁরা শুদ্ধভক্তি সহকারে আমার ভজনা করেন, তারাই যথার্থ তত্ত্বজ্ঞানী।
তাৎপর্যঃ শ্রীকৃষ্ণের থেকে পরতর আর কোনো নিয়ন্তা নেই। সদগুরু এবং বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে এই জ্ঞান যিনি লাভ করেছেন এবং যিনি তাঁর সমস্ত শক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত করেছেন, তিনিই হচ্ছেন যথার্থ জ্ঞানী। তাঁর তুলনায় অন্য সকলে যারা কৃষ্ণতত্ত্ব-জ্ঞান যথাযথভাবে লাভ করেনি, তারা নিতান্তই মূর্খ। মূর্খরাই কেবল শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করে। মূর্খদের প্রলাপের দ্বারা ভক্তের কখনই বিচলিত হওয়া উচিত নয়। শ্রীমদ্ভগবদগীতার সমস্ত অপ্রামানিক ভাষ্য এবং ব্যাখ্যায় কর্ণপাত না করে, দৃঢ় প্রত্যয় এবং গভীর নিষ্ঠার সঙ্গে ভক্তির অনুশীলন করা উচিত।
0 Comments