👉 স্ট্রোকের লক্ষণ :
১. হাত-পা ও মুখের অসার অবস্থা বা জড়তা। বিশেষ করে শরীরের এক অংশে।
২. হাঁটতে-চলতে অসুবিধা, ভারসাম্য ও সমন্বয়ে সমস্যা।
৩. কথা বলতে সমস্যা হওয়া এবং অন্যের কথা বুঝতে অসুবিধা হওয়া।
👉 স্ট্রোক হচ্ছে বুঝবেন কীভাবে?
১. মুখ : ব্যক্তিকে হাসতে বলুন এবং দেখুন, মুখের এক পাশ বেঁকে যাচ্ছে কি না।
২. বাহু : ব্যক্তিকে উভয় হাত উপরে তুলতে বলুন এবং খেয়াল করুন, তার এক হাত পড়ে যাচ্ছে কি না।
৩. কথা বলা : একটি সহজ লাইন বা প্যারা ব্যক্তিকে বলতে বলুন এবং দেখুন, তার কথা জড়িয়ে যাচ্ছে কি না।
৪. সময় : প্রতিটি মিনিট গুনুন। উপরের সমস্যাগুলো হচ্ছে মনে হলে দ্রুত হাসপাতালে যান। কারণ, স্ট্রোক হলে প্রতিটি মিনিটই খুব গুরুত্বপূর্ণ।
👉 অন্যান্য লক্ষণ :
১. দুই চোখের দেখতে অসুবিধা হওয়া।
২. কোনো কারণ ছাড়াই হঠাৎ বেশ মাথাব্যথা।
৩. ঝিমুনিভাব।
৪. প্যারালাইসিস হওয়া।
👉 মনে রাখবেন, স্ট্রোকের লক্ষণ হটাৎ দেখা দেয়। তাই, এমন কোনো লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসা নিন।
0 Comments