🙏হরে কৃষ্ণ🙏
বৃন্দাবনের ষড়গোস্বামী সম্বন্ধে কিছু তথ্য : -
ছয় গোস্বামী বলতে,বৈষ্ণব ধর্মের সংস্কৃত বিষয়ের সাথে সংশ্লিষ্ট ছয়জন পন্ডিত।।
যথাঃ (1) সনাতন গোস্বামী,(2) রূপ গোস্বামী,(3) রঘুনাথ দাস গোস্বামী,(4) গোপাল ভট্ট গোস্বামী,(5) রঘুনাথ ভট্ট গোস্বামী, ও (6) শ্রীজীব গোস্বামী।।
এই ছয় গোস্বামীকে একত্রে বোঝান হয়ে থাকে।
তাঁরা শ্রীচৈতান্যদেবের সান্নিধ্য লাভ করেছিলেন এবং গৌড়িয় বৈষ্ণব ধর্মের বিকাশে অশেষ অবদান রেখেছেন।
কৃষ্ণদাস কবিরাজ, চৈতন্যচরিতামৃতে ষড় গোস্বামীদের প্রসঙ্গে বলেছেন -
শ্রীরূপ, সনাতন, আর ভট্ট রঘুনাথ।
শ্রীজীব, গোপাল ভট্ট, দাস রঘুনাথ।।
এই ছয় গোস্বামীর করি চরণ বন্দন।
যা হৈতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরণ।।
অতএব সকাল, সন্ধা এই ছয় গোস্বামীর নাম স্মরণ, শ্রবণ, ও কীর্তন করলে তাঁর সকল বাধা বিঘ্ন দুর এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়।
এই ছয়জন গোস্বামীকে, কৃষ্ণদাস কবিরাজ কি বলে অভিহিত করেন?
উঃ শিক্ষা গুরু।।
রঘুনাথ ভট্টের পিতা কে ছিলেন?
উঃ তপন মিশ্র।।
মহাপ্রভুকে প্রায়ই রান্না করে কে খাওয়াতেন?
উঃ রঘুনাথ ভট্ট।।
মুক্তাচরিত,ও দানকেলি চিন্তামণি, এই কাব্যের কবি কে?
উঃ রঘুনাথ দাস।।
কৃষ্ণদাস কবিরাজকে, 'চৈতান্যচরিতামৃত' লেখার নির্দেশ কে দেন?
উঃ রঘুনাথ দাস।।
লীলাশুকের, 'কৃষ্ণকর্ণামৃত' এর টীকা কে রচনা করেন?
উঃ নরহরি চক্রবর্তীর মতে গোপাল ভট্ট।।
রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর প্রকৃত পরিচয় কি?
উঃ হুসেন শাহের, দুই প্রধানমন্ত্রী সাকর মল্লিক,ও দবীর খাস।।
অর্থাৎ সাকর মল্লিক হচ্ছেন রূপ গোস্বামী আর দবীর খাস হলেন সনাতন গোস্বামী।।
বিগদ্ধমাধব,ও ললিতমাধব,নাটক কে রচনা করেন?
উঃ রূপ গোস্বামী।।
ভক্তিরসামৃতসিন্ধু,ও উজ্জলনীলমণি অলংকারশাস্ত্র কার রচনা?
উঃ রূপ গোস্বামী।।
দানকেলিকৌমুদি, কার লেখা নাটক?
উঃ রূপ গোস্বামী।।
উদ্ধবসন্দেশ,কাব্য কার লেখা?ও ঐ কাব্যে কয়টি স্কন্ধ আছে?
উঃ রূপ গোস্বামী।।10 টি স্কন্ধ।।
রূপ গোস্বামীর লেখা কাব্য সংকলনটির নাম কি?
উঃ পদ্যাবলী।।
রূপ গোস্বামী, 'উজ্জলনীলমণি' গ্ৰন্থে মধুর রতির যে সাতটি কল্পনা করেছেন সেগুলি কি কি?
উঃ প্রেম,স্নেহ,মান,প্রণয়,রাগ,
অনুরাগ,ও মহাভাব।।
চৈতন্যের সাথে সনাতন গোস্বামীর তিনবার কোথায় দেখা হয়?
উঃ প্রথম গৌড়ের কাছে রামকেলি গ্ৰামে,দ্বিতীয়বার কাশীতীর্থে,ও তৃতীয়বার দেখা হয় নীলাচলে।।
সনাতন কার কাছে অধ্যায়ন করেছিলেন?
উঃ নবদ্বীপের নৈয়ায়িক পন্ডিত বিদ্যাবাচস্পতির কাছে।।
সনাতন গোস্বামির রচিত গ্ৰন্থগুলি কি কি?
উঃ বৃহদ্ভাগবতামৃত,হরিভক্তি বিলাস,লীলাস্তব,ও বৈষ্ণবতোষনী।।
জীব গোস্বামী কে ছিলেন?
উঃ সনাতন ও রূপ গোস্বামীর ছোটো ভাই অনুপমের পুত্র।।
চৈতান্য ধর্মের দার্শনিক ভিত্তি প্রতিষ্ঠা কে করেছেন?
উঃ জীব গোস্বামী।।
ভাগবতসন্দর্ভ বা ষটসন্দর্ভ কে রচনা করেন?
উঃ জীব গোস্বামী।।
সুত্রমালিকা কে রচনা করেন?
উঃ জীব গোস্বামী।।
ভাগবতসন্দর্ভ, বা ষটসন্দর্ভ,যে ছয়টি গ্ৰন্থের সমাহার তার নাম কি কি?
তত্ত্বসন্দর্ভ,ভাগবতসন্দর্ভ,পরমাত্মসন্দর্ভ,
শ্রীকৃষ্ণসন্দর্ভ,ভক্তিসন্দর্ভ,ও প্রীতিসন্দর্ভ।।
মাধব মহোৎসব,কার লেখা? কয়টি সরগে বিভক্ত?কাব্যের বিষয় কি?
উঃ জীব গোস্বামী। 9টি সরগে। বৃন্দাবনে রাধাকৃষ্ণের অভিষেক বর্ণিত।।
🙏ভুলত্রুটি হলে ক্ষমাদৃষ্টির মাধ্যমে দেখবেন🙏
🙏হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে🙏
🙏🙏হরে রাম হরে রাম রাম রাম হরে হরে🙏🙏
0 Comments