সেই সেই পরম বন্ধু সেই পিতা মাতা।
শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা।।
প্রতি জন্মে জন্মেে পিতা মাতা সবে পায়।
গুরু কৃষ্ণ নাহি মিলে ভজন হিয়ায়।।
যেই পিতা মাতা সন্তানকে ভগবদ্ভজনে রত করে কৃষ্ণ চরণে প্রেম ভক্তি দান করেন তিনি হলেন প্রকৃত পিতা মাতা ও পরম বন্ধু। কেননা মনুষ্য জীবনের পূর্বে প্রতিটি জীবনে পিতা মাতা লাভ করেছি কিন্তু ভজন হয়নি গুরু কৃষ্ণ মিলেনি। মনুষ্য জীবন হচ্ছে ভজনের উপযোগী। ভজন করে গুরু কৃষ্ণ লাভ করে জন্ম মৃত্যুর আবর্তন থেকে মুক্ত হয়ে ভগবদ্ধামে প্রবেশ করা যায়। হরে কৃষ্ণ...
0 Comments